পুলিশ-গণমাধ্যমের যুথবদ্ধ সংগ্রামে করোনা রোধে ভূ‌মিকা: আইজিপি

0 ৪৫৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশের এই করোনা মহামারির সংকটকালে পুলিশ ও গণমাধ্যমের যুথবদ্ধ সংগ্রাম করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, ‘বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে সন্মানিত নাগরিকদের পাশে থেকে অহর্নিশ কাজ করে যাচ্ছেন।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সংকট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সাম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল।’ব্রেকিংনিউজ

আইজিপি বলেন, ‘বিশ্বব্যাপী এ সংকট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কার্যক্রমসমূহ ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছে আমাদের মিডিয়া হাউজগুলো। একান্ত সহযোগী হিসেবে পাশে ছিলেন নিবেদিতপ্রাণ অকৃত্রিম বন্ধু, একান্ত সুহৃদ সাংবাদিকগণ। তাদের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনা সংক্রান্ত গুজব মোকাবিলা। একইসাথে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, যারা প্রতিনিয়ত জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করছেন।’

আইজিপি বলেন, ‘করোনা সংক্রম‌ণের এই দু‌র্যো‌গে বাংলাদেশ পুলিশের পা‌শে থে‌কে জন‌সেবায় সহ‌যো‌গিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্র‌নিক মি‌ডিয়াসহ সকল মি‌ডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধু‌দের। বাংলাদেশ পুলিশ এও আশা করে, শুধু করোনা ভাইরাস নয়, দেশের যে কোনো প্রয়োজন, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে।’

দেশমাতৃকার কল্যা‌ণে বাংলাদেশ পুলিশ সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.