পুলিশ সুপারের সাথে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

0 ৩৩০

আল-আমিন হোসেন: চুয়াডাঙ্গা  পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুনের সাথে  সৌজন্যে সাক্ষাত করেছেন আলমডাঙ্গা  উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আজ মঙ্গলবার বেলা  ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়  সৌজন্য মূলক সাক্ষাৎ হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান,  সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব,সহ সভাপতি, তানভীর সোহেল হিরো,  সাধারণ  সম্পাদক এন এইচ শাওন যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, যুগ্ন- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ,  সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন,প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান,  ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য চঞ্চল, মহিদুল ও কার্য নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক  ইউনুছ আলী মন্ডলসহ  প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সভাপতি নাহিদ হাসান বলেন, অর্জনের গল্প গুলো যখন বলবে প্রজন্ম থেকে প্রজন্ম তখন বারবার মনে উঁকি দেবে বিরত্বগাঁথা প্রেসক্লাবের  গল্প। দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার গোগনে  তারা জলেনি আকাশটা ছিল বিষন্ন।আলমডাঙ্গার আকাশে বেজে উঠেছিল বিষাদের সুর। অদৃশ্য একটা শক্তি বেঁধে রেখেছিল তাদের ক্ষমতার কতৃত্বে। কিভাবে বঙ্গভূমি মেনে নেয় এমন আশংকা আঘাত। সময় বহমান অবশেষে প্রতীক্ষার অবসান। তরুনদের বিরত্বগাঁথায় ক্ষমতা লোভীদের ঐ দুর্গম  প্রাচীর ভেঙে  সোনালী দিনের স্বপ্ন  দেখাতে হবে  আলমডাঙ্গাবাসিকে। অসমাপ্ত মহাকাব্যের শেষটা যে এই তরুণদেরই লিখতে হবে।

Leave A Reply

Your email address will not be published.