প্রথম ‘বিটকয়েন সিটি’ চালু করতে যাচ্ছে এল সালভাদর

১৫৩
শনিবার বিশ্বের প্রথম বিটকয়েননির্ভর শহর চালু করার পরিকল্পনা তুলে ধরেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। ছবি : রয়টার্স

বিশ্বের প্রথম বিটকয়েননির্ভর শহর চালু করতে যাচ্ছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে স্থানীয় সময় শনিবার এ কথা জানান। বিটকয়েন বন্ডের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এল সালভাদরের পূর্বাঞ্চলে বিটকয়েন সিটি করা হবে। ওই শহরের জ্বালানি সরবরাহ আগ্নেয়গিরি থেকে করা হতে পারে এবং শহরবাসীকে জ্বালানির জন্য মূল্য সংযোজন কর ছাড়া আলাদা কর দিতে হবে না। বিটকয়েনের প্রচারণামূলক একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসিডেন্ট নায়িব বুকেলে এসব তথ্য জানান।

প্রেসিডেন্ট বুকেলে বলেন, ‘২০২২ সালে আমরা অর্থায়ন শুরু করব। সে বছরই বন্ড ছাড়া হবে।’

প্রেসিডেন্ট বুকেলে’র উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ব্লকচেইন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লকস্ট্রিম’র চিফ স্ট্র্যাটেজি অফিসার স্যামসন মাউ। তিনি বলেন, ‘পরিকল্পিত শহরটির নির্মাণে এল সালভাদর শুরুতে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিটকয়েন বন্ড বরাদ্দ দিতে পারে।’

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে এল সালভাদর বিটকয়েনকে জনসাধারণের জন্য বৈধ লেনদেনের মাধ্যম ঘোষণা করে।

ক্রিপ্টো কারেন্সি খাতে বিনিয়োগ দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে।

Comments are closed.