বঙ্গবন্ধুর আদর্শ আর সপ্ন পূরণে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা- খাদ্যমন্ত্রী

0 ১৫৭

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শ আর সপ্ন পূরণে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজ রবিবার ভিডিও কমফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন খাদ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের সব ঘাটতি পূরণে যখন সফল ভাবে দেশ পরিচালিত করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন একটি মহল সেটিকে ভালোভাবে নিতে পারছিলোনা। তাইতো দেশের উন্নয়ন রুখতে বঙ্গবন্ধুর স্বপরিবারকে নিঃসংসভাবে হত্যা করেছে।

রবিবার জেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ইউছুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম প্রমূখ।

এর আগে সকাল ১০টায় উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদের পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে পুম্পস্তাবক অর্পন এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন করেন।

Leave A Reply

Your email address will not be published.