বাইডেনের বাণিজ্যনীতির অ্যাজেন্ডায় ইন্দো-প্যাসিফিকে শ্রম আইন মানোন্নয়নের আহ্বান

0 ১০০
প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপির ফাইল ছবি

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য সম্পর্ক গভীরতর করতে এই অঞ্চলের দেশগুলোর শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছে। দেশটির বাণিজ্যবিষয়ক কার্যালয় প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের বাণিজ্যনীতি অ্যাজেন্ডায় এই আহ্বান জানানো হয়।

অ্যাজেন্ডায় ইন্দো-প্যাসিফিক অর্থনীতির অংশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও আইপিইএফের অংশীদাররা বাণিজ্য স্তম্ভের বিভিন্ন অধ্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।ইউএসটিআর শ্রম আইন মানোন্নয়নে তাদের লক্ষ্য পূরণে সম্পূর্নভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাইডেনের বাণিজ্য নীতি অ্যাজেন্ডায় বলা হয়েছে, ২০১৩ সালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জিএসপি সুবিধা প্রত্যাহার হওয়ার পর শ্রমিকদের সুরক্ষা ও অধিকার উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Leave A Reply

Your email address will not be published.