বিএমডিএ’র  বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 

0 ১২৬
প্রেস বিজ্ঞপ্তিঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পদোন্নতি প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের সমন্বয়ে কর্তৃপক্ষের “বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আজ(২০আগষ্ট) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বরেন্দ্র সম্মেলন কক্ষে পদোন্নতি প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের নিয়ে ৩দিন ব্যাপী “বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম” শীর্ষক আলোচনা ও পদোন্নতি প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
প্রশিক্ষণ কর্মশালয় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মো: আব্দুর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগষ্ট মাস বাঙালি জাতীর জীবনে গভীর শোকের মাস ৭৫ এর ১৫আগষ্ট স্বাধীনতাবিরোধী চক্রের গভীর ষড়যন্ত্রের ফলে কিছু কুলাঙ্গার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতাসহ তার পরিবারের সকল শহীদদের বিনম্্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এছাড়া জাতিয় চার নেতা সহ ৩০লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের কান্ডারী আধুনিক বাংলাদেশ বিনির্মানের সফল রূপকার, দূরদশী রাষ্ট্রনায়ক, দেশরত্ব জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম ও জীবন মরণ লড়াই করে আজ বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রতিফলন দেখিয়েছেন। কৃষি উন্নয়নে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে একটা রোল মডেলএ পরিণত করেছে। তাই আপনারা যারা পদোন্নতি পেয়ে এই পদে আসীন হয়েছেন, তাদের দায়িত্ব ও কর্তব্য আরো অনেক বেড়ে গেছে। আমরা শত প্রতিকুলতার মাঝেও আপনাদের পদোন্নতি দিয়েছি যাতে করে আপনাদের সামাজিক মর্যাদা কিছুটা হলেও বৃদ্ধি পায়। সেই সাথে সাথে আপনাদের প্রচেষ্টা বৃদ্ধির মাধ্যমে কর্তৃপক্ষের সকল কাজে আরো গতিশীল হবে। উপসহকারী প্রকৌশলী এমন একটা গুরুত্বপূণ পদ যাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সার্বিক কাজে যথাযথ তদারকি কারণের ফলে প্রতিষ্ঠানের যে কোন উন্নয়ন মূলক কাজে সফলতার দেখবে। তাই মাঠ পর্যায়ে আপনাদের সব সময় কৃষকের সাথে কাজ করতে হবে। তাই বঙ্গবন্ধু চেয়েছিলেন প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটাতে। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই পথেই এগিয়ে যাচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী মো তরিকুল ইসলাম, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ সচিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীন নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো: সমসের আলী,  প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার সহ ৪০ জন উপ-সহকারী প্রকৌশলী বৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.