বিএসটিআই’র অনুমোদনবিহীন ও নকল লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

0 ৫৬৭

বিজ্ঞপ্তি: বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ অভিযানে অদ্য বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন, বিক্রয়-বিতরণ ও বিএসটিআই’র স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় এবং দেশের সুনামধন্য কোম্পানীসমূহের ব্রান্ড- ‘রোমানিয়া, বনফুল, রিজিক ও কুটুমবাড়ী’ নকল করে ‘লাচ্ছা সেমাই’ মোড়কজাত করায় ধরমপুর এলাকার মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১, ১৫ (১,২) ও ৩০ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।

 

এসময় ০৩ বস্তা নকল লাচ্ছা সেমাই এর মোড়ক/প্যাকেট এবং ৩০০ কেজি অবৈধ লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

উল্লেখ্য, অনুমোদনবিহীন ও নকল লাচ্ছা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স আজমেরী ফুড প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী মোঃ খোরশেদ আলম (পিতা- মৃত খয়বর আলী) পলাতক থাকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহাদত হোসেন নিয়মিত মামলা দায়েরের বিষয়ে এই রায় ঘোষণা করেন।

 

মামলাটির প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিএম রাশেদুল ইসলাম সহ এপিবিএন এর সদস্যবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.