বিজিবি’র সর্বোচ্চ সম্মাননা পদক পেলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হামিদ

0 ৭৯

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিজিবি’র সর্বোচ্চ সম্মাননা পদক ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা” (বিজিবিএমএস) প্রাপ্ত হলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি । গতকাল সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পিলখানা ঢাকায় বিজিবি দিবস-২০২৩ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ন এলাকায় দীর্ঘ ৪৫ বছরের বিরোধপূর্ণ সীমান্তবর্তী ভূ-খন্ড প্রতিপক্ষ রাষ্ট্রের সাথে সুসমন্বয়ের মাধ্যমে উদ্ধার, ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী পুনঃখননের অচলাবস্থা নিরসনকল্পে প্রতিপক্ষ বিএসএফ সাথে সমন্বয়, জয়পুরহাট জেলার ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সৌলাগাড়ী নামক বিলে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের প্রায় পাঁচ হাজার বিঘা জমির ফসল রক্ষা এবং ১২ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিককে ভারত হতে ফিরিয়ে এনে পরিবারের নিকট হস্তান্তর।

এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তে বিগত ০৬ বছরের মধ্যে এইবারে সর্বোচ্চ মাদক ও চোরাচালানী মালামাল আটক এবং বিগত ১০ বছরের মধ্যে এই বছরে সর্বোচ্চ সংখ্যক চোরাকারবারী আটক। এছাড়াও গত ০২ বছরে সীমান্তে কোন ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ব্যতীত সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি বিজিবি’র সর্বোচ্চ সম্মাননা পদক ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা” (বিজিবিএমএস) পদক প্রাপ্ত হন।

এ ব্যাপারে কর্নেল হামিদ উদ্দিন বলেন  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং  সীমান্তবর্তী আপামর জনসাধারণকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তকে চোরাচালানমুক্ত, সহিংসতামুক্ত, মাদকমুক্ত এবং অনুকরণীয়/মডেল সীমান্ত এলাকা হিসেবে রুপান্তর করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পুরস্কার নিশ্চিতভাবে আমাদের অনুপ্রাণিত করেছে, নওগাঁর প্রায় ১০০ কিলোমিটার সীমান্তকে আরো নিরাপদ, মাদকমুক্ত ও চোরাচালানমুক্ত রাখতে আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

Leave A Reply

Your email address will not be published.