বিশ্বকাপ দলে থাকছেন মাহমুদুল্লাহ?

0 ১৪৪
ছবি : মাহমুদুল্লাহর ফেসবুক ভেরিফায়েড পেজ

মাহমুদুল্লাহ এবারই প্রথম দল থেকে বাদ পড়েননি। বাদ পড়েছেন, আবার ফিরেও এসেছেন। দলে আসা যাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে, কেন যেন মাহমুদুল্লাহর এইবারের বাদ পড়াকে সহজভাবে নিতে পারছে না কেউ! যদিও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক হাবিবুল বাশার—সবাই বলেছেন, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভাবছে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অনেককে খেলানো হবে, অনেককে বিশ্রাম দেওয়া হবে। তবু বোর্ডের যে কোনো বড়কর্তার মুখোমুখি হলেই প্রশ্নটি চলে আসে, মাহমুদুল্লাহ কি আসলেই বিশ্রামে?

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। নানা প্রসঙ্গের মধ্যে উঠে আসে মাহমুদুল্লাহর বিষয়টি। সেটি নিয়ে সুজন বলেন, ‘দল নির্বাচনের দায়িত্বে আমি নেই। ভেতরের খবর জানি না আমি। যদি আমার কাছে জানতে চাওয়া হয়, তাহলে বলব মাহমুদুল্লাহকে আমি বিশ্বকাপে দেখছি না।’

বাংলাদেশ জাতীয় দলে মাহমুদুল্লাহর অবদান অস্বীকার করার জো নেই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তিনি পঞ্চপান্ডবের একজন, যাদের হাত ধরে নতুন সূর্য উঠেছে বাংরাদেশের ক্রিকেট আকাশে। তা স্মরণ করিয়ে দিলেন সুজনও। একপ্রকার স্মৃতিচারণ করেই সুজন বলেন, ‘মাহমুদুল্লাহ যখনই খেলেছে, তখনই দলের খুব গুরুত্বপূর্ণ একজন ছিল। যে জায়গাটায় আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। মাহমুদুল্লাহ অনেক ম্যাচে দেশকে একাই জিতিয়েছে। দলে ফিরলে সে ভালো করতে পারবে বলেই আমার বিশ্বাস।’

আপাতদৃষ্টিতে বিশ্রামে থাকা মাহমুদুল্লার ফেরাটা বেশ কঠিনই হবে। কারণ, তরুণরা বেশ ভালো করছে, খেলার মধ্যে আছে। সবমিলিয়ে দলে ফেরাটা দিনে দিনে কঠিনই হচ্ছে তার জন্য।

Leave A Reply

Your email address will not be published.