ভারতে বিদেশি ভ্রমণকারীদের জন্য সাতদিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক

১৪৭

বিদেশি প্রবেশকারীদের জন্য সাত দিন হোম কোয়ারেন্টিনের নির্দেশনা জারি করেছে ভারত। বিশ্বের যেকোনো দেশ থেকে সেখানে পৌঁছালে কোয়ারেন্টিনে থাকতে হবে। সাত দিন কোয়ারেন্টিনের পর অষ্টম দিন করোনার আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আরটি-পিসিআর পরীক্ষায় পজেটিভ হলে তাদের আইসোলেশনে পাঠানো হবে এবং তাদের নমুনা জ্বীনগত পরীক্ষা করা হবে। বিদেশ থেকে আসা কোনো যাত্রী যদি করোনা নেগেটিভও হন, তাহলে পরবর্তী সাতদিন তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে নতুন নিয়মে।

এদিকে আজ শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার একদিনে রেকর্ড সংখ্যক এক লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা পজিটিভ এসেছে। ২০২১ সালের মে মাস থেকে গত সাত মাসে এটিই সর্বোচ্চ করোনার সংক্রমণ। শুক্রবার ২৮৫ জনের করোনায় মৃত্যু হয়েছে।

অন্যদিকে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকাও বড় করেছে ভারত। গত ডিসেম্বরে নতুন করে নয়টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা ১৯টিতে দাঁড়িয়েছে।

Comments are closed.