মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচার হয়নি ২৩ বছরেও

0 ১৫৩

মো. আইনুল হোসেন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরে আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার ২৩ বছর হয়ে গেলেও বিচার হয়নি এ হত্যাকান্ডের। গতকাল শুক্রবার নওগাঁর মহাদেবপুরে সমতলের আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২৩তম মৃত্যু বার্ষিকী পালন কালে বক্তারা ক্ষোভ প্রকাশ করে এসব বলেন। এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেনের সমাধিতে জাতীয় আদিবাসী পরিষদ, বাসদ নওগাঁ জেলার শাখা ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা ও জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি কালিপদ সরকার, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি শুশীল কুজুর, সাধারণ সম্পাদক যোগেশ উড়াও, উত্তরগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি অসিত পাহান, খাজুর ইউনিয়ন শাখার সভাপতি হিরাজ পাহান, নিহত আলফ্রেড সরেনের ভাই মহেশ্বর সরেন, বোন রেবেকা সরেন, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা শাখার সভ-সভাপতি রিতেন পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান, সদস্য সুমন পাহান প্রমূখ। এ সময় আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সমতলের আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে দুপুর বেলা আলফ্রেড সরেনকে কুপিয়ে হত্যা এবং আদিবাসীদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার ২৩ বছর পার হলেও এ মামলার কোন সুরাহা হয়নি, হত্যাকারিদের শাস্তি হয়নি। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

উল্লেখ্য যে ২০০০ সালের ১৮ আগস্ট মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে ভূমি দুস্যরা হামলা চালিয়ে বাড়ী ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও আলফ্রেড সরেনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় ভূমি দস্যুদের হামলায় নারীশিশুসহ ৩০ জন আহত হয়। ১১টি বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর জাতীয় আদিবাসী পরিষদের নেতৃত্বে আলফ্রেড সরেন হত্যা মামলার বিচারের দাবীতে দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে উঠে।

Leave A Reply

Your email address will not be published.