মহাদেবপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

0 ৮৭
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে এ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বুধবার র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী একটি দল এবস্তুটি উদ্ধার করে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানান, কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং সিনিঃ এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡¡ র‌্যাবের একটি বোমা ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত ককটেল সদৃশ্য বস্তুটি উদ্ধার করে। উদ্ধার করে ককটেল সদৃশ বস্তুটিকে পরীক্ষা নিরিক্ষা করে উপজেলা কুঞ্জবন এলাকায় ফাঁকা মাঠে নিস্ক্রিস করেন।
জানা গেছে উপজেলা নির্বাচন অফিসের সামনে লাল কসটেপে মোড়ানো অবিস্ফরিত অবস্থায় ককটেল সাদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এতে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজটি করে থাকতে পারে। তবে র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন নাশকতা মূলক তৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.