মহাদেবপুরে ৫’শ কৃষক পেলেন ২৭ লক্ষ টাকার কৃষি উপকরণ

0 ৬০

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ৫শ জন কৃষকের মাঝে ২৭ লক্ষ ২৫ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। “বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রোকেয়া কমিউনিটি সেন্টারে ঢাকা ব্যাংক লিমিটেডের ইভিপি এন্ড রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫’শ জন কৃষকের প্রত্যোকের হাতে ৫ হাজার ৪শত ৫০ টাকা মূল্যের ধান-বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সামগ্রী তুলে দেন।

এ সময় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মহাদেবপুর পরিবেশক আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নর্থ জোনের জোনাল সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, বগুড়া রিজিওনাল এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার মোঃ সাফায়েত হোসেন। কৃষি উপকরণ বিতরনী অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের সিনজেন্টার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে ওঠে।

Leave A Reply

Your email address will not be published.