‘মেসিকে ফরাসিরা দুয়ো দেয়, আর আমরা এখনও ভালোবাসি’

0 ১২৭
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি : মেসির অফিশিয়াল ফেসবুক পেজ

মৌসুম শেষে কোথায় যাবেন লিওনেল মেসি, ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্ন এখন এটিই। পিএসজির সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ মেসির। চুক্তি নবায়নের সম্ভাবনা খুবই কম। মেসিকে পাওয়ার দৌঁড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদির ক্লাব আল-হিলাল এগিয়ে ছিল সবার চেয়ে। কিন্তু হঠাৎ করেই বার্সেলোনার আগ্রহে বদল আসে দৃশ্যপটে। তিন দলের টানাটানিতে মেসি কোন দিকে যাবেন, তা সময় বলবে। এর আগে আবারও আলোচনায় বার্সেলোনা ও মেসি।

গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে অলিম্পিক লিও-র কাছে হেরে যায় পিএসজি। সেই ম্যাচে মেসিকে দুয়ো দেন পিএসজির ভক্তরা। যেখানে সম্প্রতি ন্যু ক্যাম্পে হওয়া এল ক্লাসিকোতে বার্সা ভক্তরা মেসির নামে গানের সুর তোলে। মেসি মেসি রবে রবে মাতিয়ে তোলে গোটা স্টেডিয়াম।

মেসির দলবদল ও দুই দলের ভক্তদের আচরণ প্রসঙ্গে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার একটি প্রতিবেদনে জানা যায় বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গ্যাসপার্টের ভাবনা। গ্যাসপার্ট বলেন, ‘ওখানে ওরা মেসিকে দুয়ো দিচ্ছে, আর আমরা এখানে ওকে এখনও ভালোবাসি।’

গ্যাসপার্ট আরও যোগ করেন. ‘যদি বিষয়টি অর্থনৈতিক হয়, তাহলে মেসির হাতে অনেক ভালো ভালো বিকল্প আছে। কিন্তু যদি সে হৃদয় দিয়ে বিবেচনা করে তাহলে বার্সার চেয়ে ভালো জায়গা দ্বিতীয়টি কোথাও পাবে না সে।’

গ্যাসপার্ট মনে করেন কাতালানদের জর্সি গায়েই মেসির ক্যারিয়ার শেষ করা উচিত। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো হয় সে যেখান থেকে শুরু করেছে সেখানেই শেষ করা এবং সবসময়ের জন্য বার্সায় থেকে যাওয়া।’

Leave A Reply

Your email address will not be published.