মোহনপুরে কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল মিটিং

১৮৪

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে
কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের ধারাবাহিকতায় টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে এই অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম, ডাঃ
নুসরাত জান্নাত, ডাঃমহসিন আলী ,ডাঃ তৌফিক ইকবাল, দি হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, জেলা সমন্বয়কারী রাসেল আহম্মেদ, ইনফরমেশন সার্ভিস প্রভাইডার মাহফুজুরহল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ইউনিয়ন সমন্বয়কারী জয়নাল আবেদীন ও জুয়েল রানা।

আলোচনা সভায় কোভিড-১৯ প্রতিরোধ জনসচেতনা বৃদ্ধি এবং করোনার প্রতিষেধক তৃতীয় পর্যায়ের বুষ্টার টিকা সকলকে গ্রহণে
উদ্বুদ্ধকরণ করা হয়।

Comments are closed.