মোহনপুরে গৃহ হস্তান্তর বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

১৭৬

মোহনপুর প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপজেলার ১০ জন জমি ও গৃহ পাবেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মতিউর রহমান,দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, ফয়সাল হোসেন, রাসেল সরকার, রায়হান রিফাতসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

১ম, ২য় ও ৩য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত মোহনপুর উপজেলা পরিবারের সংখ্যা ১ শত ৬৩ টি। অবশিষ্ট ১ হাজার ৯ শত ৮৫ টি পরিবারকে এ বছরের মধ্যেই পুনর্বাসন করা সম্ভব হবে।

Comments are closed.