যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ-ভারত লড়াই শুক্রবার

0 ৬৯
ভারত ও বাংলাদেশের অধিনায়ক। ছবি : এসিসি

ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর আগের সেই উত্তাপ নেই। বরং সে জায়গায় ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে মাতামাতি বেড়েছে বহুগুণে। সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ইস্যু নতুন মাত্রা যোগ করেছে এই দুই দলের লড়াইয়ে। ফের একবার ভারত-বাংলাদেশ লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

আগামীকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের যুবাদের মুখোমুখি হবে রাব্বিরা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। হ্যাটট্রিক জয়ের পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা।

অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ পর্বে তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ব্যাটার আশিকুর রহমান শিবলী। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১৩০ বলে খেলেন ১১৬ রানের ইনিংস। আগামীকালের সেমিফাইনালেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। অন্যদিকে, এই ব্যাটারকে আটকানো বড় চ্যালেঞ্জ ভারতীয় বোলারদের জন্য।

এছাড়া বল হাতে তিন ম্যাচে আট উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচটি লাইভ দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইউটিউব চ্যানেলে।

যুব এশিয়া কাপে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা আশাব্যাঞ্জক নয়। ২০১৯ সালে নিজেদের সেরা সাফল্য হিসেবে একবারই মাত্র ফাইনাল খেলতে পেরেছে। সেই ফাইনালে এই ভারতের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার দারুণ ছন্দে থাকায় যুবাদের নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও।

Leave A Reply

Your email address will not be published.