রাজশাহীতে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0 ৩০৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে কেক কাটা ও করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও স্কুল শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় নগর ভবনে মিডল্যান্ড ব্যাংকের সামনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন।

এরপর পর্যায়ক্রমে ১৮০জন শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে আছে, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১টি সাবান ও ১০ পিস ফেস মাস্ক।

এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমেদ খান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাইদ প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে মিডল্যান্ড ব্যাংকের ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.