রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত

১৯৯

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।রোববার সকাল এগারটায় নগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর আওয়ামীলীগ। এতে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় । প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এপর কর্মকর্তা-কর্মচারীরা পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে।

 

Comments are closed.