রাজশাহীতে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন মেয়র লিটন

0 ৩৬৭

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শুরু হলো সাত দিনের আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে আজ র কালেক্টর মাঠে এই মেলার উদ্বোধন করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় এসএমই ফাউন্ডেশন এই আয়োজন করেছে।

মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। অনেক অপ্রচলিত খাতে উন্নয়ন করছে বর্তমান সরকার। বাংলাদেশে জাহাজ তৈরি হচ্ছে, এন্ড্রয়েড মোবাইল তৈরি হচ্ছে। এসব বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শুধু নিজের উন্নয়নের কথা, নিজেই একাই বড় হব, এটি নয়, বরং আমরা সবাই মিলে উন্নত হবো, এই চিন্তাকে ছড়িতে দিতে হবে।

রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম,পিপিএম ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক তামান্না রহমান স্বাগত বক্তৃতা প্রদান করেন ।

মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।

২৪ ফেব্রুয়ারি হতে ২ মার্চ ২০২০ পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

Leave A Reply

Your email address will not be published.