রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৯৪

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজশাহীর কৃতি সন্তান ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক অধ্যাপক ডাঃ গোলাম সাব্বির সাত্তার তাপু। রোববার রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর এক আদেশে তাকে ভিসি পদে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষিরত ভিসি নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি চার বছরের মেয়াদে এ পদে নিযুক্ত হলেন। অধ্যাপক তাপু ১৯৯০ সালে প্রভাষক পদে একই বিভাগে যোগদান করেন। তিনি ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনে অংশ নিয়ে অন্যান্য শিকদের সঙ্গে তিনিও গ্রেফতার হন এবং কারাবরণ করেন। ২০০৯ সালে তিনি ছাত্র উপদেষ্টা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড় ভাই গোলাম মাহবুব সাত্তার ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। অধ্যাপক তাপুর বাবা গোলাম সাত্তার কালেক্টর দপ্তরে চাকরি করতেন। ১৯৬৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মায়ের নাম মরহুম আলহাজ্ব সুফিয়া খাতুন। অধ্যাপক তাপুর স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তাঞ্জিমা ইয়াসমিন। বাড়ি রাজশাহী মহানগরীর কাজিহাটায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪ তম উপাচার্য নিয়োগ

 

Comments are closed.