রাবিতে জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ৯৪

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ‘জিয়া পরিষদ’র কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি অধ্যাপক মোহা: এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মো. রফিকুল ইসলাম। সভায় রাবি শাখা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: কুদরত-ই- জাহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো: ফরিদুল।

এসময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সি.এম মোস্তফা, অধ্যাপক মো: হাবীবুর রহমান, অধ্যাপক গোলাম ছাদিক,প্রফেসর ড. মো: মামুনুর রশীদ, আব্দুল আলিম, অধ্যাপক মো: সোহেল হাসান, অধ্যাপক মো: আমিনুল হক, অধ্যাপক মো: আব্দুল মতিন, অধ্যাপক মো: আমিরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সরোয়ার জাহান, অধ্যাপক মো: সাইফুল ইসলামসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বুদ্ধিবৃত্তিক দায়িত্বের পাশাপাশি রাজপথের চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতিরেক দেশ ও দেশের মানুষের উপর চেপে বসা দুর্বৃত্ত শাসন থেকে মুক্তি সূদুর পরাহত বলে সভায় মত ব্যক্ত করেন। এজন্য সভা থেকে সবাইকে চলমান আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ করা হয়। এছাড়াও, দলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দু’আ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর মো. নজরুল ইসলাম, রাজশাহী ড্যাব এর সভাপতি ডা. মো: ওয়াসিম হোসেন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি প্রকৌশলী অধ্যাপক মো: আখতার হোসেন,রাজশাহী বিভাগের জিয়া পরিষদের সদস্য সচিব আব্দুস সালাম আল মাহমুদ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এস এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক অধ্যাপক জহুরুল হক, সহ-প্রচার সম্পাদক ড. নইম ফারুকীসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

Leave A Reply

Your email address will not be published.