রাবিতে যশোর জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

0 ২১১
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে যশোর জেলা সমিতি (কপোতাক্ষ)।  শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের নৃবিজ্ঞান গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি পারভেজ আহাম্মেদ রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক এম বোরাক আলী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম, তথ্যব্যবস্থা ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুমন হুসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সমিতির সকল সদস্য সহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, যারা নতুন তারা সাদা কাগজের মতো। তারা সেই সাদা কাগজে কি লাগাবে সেটা তাদের বিষয়। তবে মনে রাখতে হবে,  তোমরা প্রথমে ছাত্র। তারপর তোমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করবে। একাডেমিক পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। নিজেদেরকে তৈরি করার বিকল্প কিছু নেই। আর বর্তমানে যেকোন চাকরির ক্ষেত্রে সোশ্যাল হতে হচ্ছে। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ভালো রাখতে হবে। তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে।

Leave A Reply

Your email address will not be published.