রাবি ভর্তি পরীক্ষায় সি ইউনিটে পাশ হার ৪১.৩৫ শতাংশ

0 ৭১

রাবি প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের গড় হার ৪১.৩৫ শতাংশ। আজ সোমবার দুপুরে এই ফল প্রকাশিত হয়।

এবার সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ এ পাশ করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০.৫০।

গ্রুপ-২ এ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর  ৮৪.৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৩২.৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।

পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd তে দেখা যাবে।

Leave A Reply

Your email address will not be published.