রামেক হাসপাতালে ২টি ভেন্টিলেটর প্রদান করে রাজশাহী জেলা পরিষদ

0 ২০৮

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি‘র কোভিড-১৯ মোকাবিলার বাবদ বরাদ্দ কৃত অর্থ থেকে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২টি ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর নিকট সুইজিল্যান্ডের তৈরী অত্যাধুনিক ৩৩ লক্ষ নিরাব্বই হাজার দুই শত ছিয়াত্তর টাক মূলে ২টি ভেন্টিলেটর হস্থান্তর করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

 

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশানার ড. হুমায়ুন কবীর ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

 

এসময়  আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান, পরিষদের সহকারী প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ। ভেন্টিলেটর হস্থান্তর কালে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থে রামেক হাসপাতালে যে দুইটি ভেন্টিলেটর প্রদান করলে রাজশাহী জেলা পরিষদ সেই ভেন্টিলেটরগুলি রামেক হাসপাতালের আইসিইউতে করোনায় আক্রান্ত মুমূর্ষ রুগীদের বাঁচতে সাহায্য করবে।

 

তিনি আরো বলেন, জেলা পরিষদের মত সবাই যদি এগিয়ে আসে তাহলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অনেক করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়ে বাসায় ফিরা সম্ভব ।

এসময় রামেক পরিচালন ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সুইজিল্যান্ডে তৈরী এই ভেন্টিলেটরগুলি পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক। এই দুটি ভেন্টিলেটর আমাদের হাসপাতালের রুগীদের চরম উপকারে আসবে।

 

Leave A Reply

Your email address will not be published.