রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত: ৩৭টি মামলা দায়ের

0 ২৮১

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

বৃহস্পতিবার সকালে নগর ভবন গেট হতে শুরু হয়ে বর্ণালীর মোড় হয়ে ঘোড়া চত্তর হয়ে লক্ষ্মীপুর মোড় হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের গেট হয়ে পুনরায় লক্ষ্মীপুর হয়ে সিএন্ডবি মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে নিউমার্কেট হয়ে নগর ভবন পর্যন্ত রাস্তার উভয় পাশের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

উচ্ছেদ অভিযানকালে ৩৭টি মামলা দায়ের করে ১,০৩,০০০ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave A Reply

Your email address will not be published.