শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরও দুই সপ্তাহ

৬৬৫
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে।

আজ বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান আরও কিছু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আশা করছি করোনা পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা পুনরায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে যাব।

এর আগে গত ২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগে প্রজ্ঞাপন জারি করে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোকের সমাবেশ করা যাবে না।

এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অবশ্যই টিকা সনদ, ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হয়েছিল।

Comments are closed.