শেখ হাসিনা-বাইডেনসহ ১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী

0 ১৬২
ফাইল ছবি

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ সম্মেলন। দুইদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ৯ সেপ্টেম্বর। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিশ্ব নেতারা। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন চলাকালে অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন।

বৈঠকের এই তালিকা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদী।

শনিবার তিনি জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এভাবে তিনি বেশ কিছু দেশের নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

শনিবার নয়াদিল্লিতে দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন শুরু হবে ও বেশ কয়েকটি বৈশ্বিক সমস্যা নিয়ে এতে আলোচনা হবে।

এদিকে বাইডেনসহ বিশ্বনেতাদের আগমন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দেশটির রাজধানী দিল্লিকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও সবচেয়ে ভেতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন কর্মকর্তরা।

সূত্র: এনডিটিভি

Leave A Reply

Your email address will not be published.