শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

0 ১০৮
কলম্বো বিমানবন্দরে বাংলাদেশ দল। ছবি : বিসিবি

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। টুর্নামেন্টে অংশ নিতে আজ রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে কলম্বো বিমানবন্দরে নামেন সাকিব আল হাসানরা।

এর আগে আজ সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চান পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো কিছুই সম্ভব।’

এশিয়া কাপ উপলক্ষে গত ৮ আগস্ট থেকে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। দীর্ঘ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। অনুশীলন নিয়ে সন্তুষ্ট প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব।

গতকাল শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে স্কোয়াড নিয়ে সাকিব বলেন, ‘কোচ বলেছেন খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর খোঁজ নিয়েছি, সবাই প্রস্তুত। আমার কাছে মনে হয়েছে, যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে, তা নিয়ে আমরা অনেকদূর যেতে পারব।’

টুর্নামেন্টে নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘সবার আগে আমাদের ভাবনা হচ্ছে, প্রথম দুটো ম্যাচ খেলতে হবে। জিততে হবে। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। এমন নয়, একবারেই কোথায় যাব সেটা ভাবছি। প্রতিটি ম্যাচ নিয়ে চিন্তা করব এবং সেভাবেই প্রস্তুতি নেব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।’

Leave A Reply

Your email address will not be published.