সরকার গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চায় না : ওবায়দুল কাদের

0 ৪৭০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা গণমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না। গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা সরকার  চায় না। গণমাধ্যম শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়, এটা আমরা বিশ্বাস করি।’

সচিবালয়ে নিজ দপ্তরে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

 

এর আগে সাংবাদিক নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন সেতুমন্ত্রী। এ সময় সাংবাদিকেরা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্র শিল্প নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে কিছু বিষয় আছে। রুলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তাঁরা আমাকে এগুলো অবহিত করেছেন।’

 

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে, যেগুলো প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে।’

 

Leave A Reply

Your email address will not be published.