সাকিব ঝড়ে বড় সংগ্রহ বরিশালের

0 ১৭৩
বরিশাল ও কুমিল্লার ম্যাচ। ছবি : বিসিবি

চট্টগ্রামে টানা দ্বিতীয় দিন মাঠে নেমেছে ফরচুন বরিশাল। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোদ ঝলমল দুপুরে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। সাকিব আল হাসানের চমৎকার ব্যাটিংয়ে আগে ব্যাট করার সুযোগ কাজে লাগায় বরিশাল। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট ১৭৭ রান।

আগের ম্যাচে ভালো শুরু এনে দেওয়া মেহেদি হাসান মিরাজ এদিন ভালো শুরু এনে দিতে পারেননি। ৯ বলে ৫ রান করে দলীয় ২৬ রানে সাজঘরে ফেরেন তিনি। অপর ওপেনার এনামুল হক বিজয় করেন ২০ বলে ২০ রান। আশা জাগিয়েও সুবিধা করতে পারেননি চতুরাঙা ডি সিলভা। ১২ বলে ২১ রান করে আউট হন নাইম হাসানের বলে।

এরপর শুরু হয় সাকিব শো। একাই টানতে থাকেন দলকে। আগের ম্যাচে জোড়া চার দিয়ে ইনিংস শুরু করেও আউট হয়ে যান। সেই ঝাঁঝ মেটালেন কুমিল্লার বোলারদের উপর। খেলেন ৪৫ বলে অপরাজিত ৮১ রানের অনবদ্য এক ইনিংস। ১৮০ স্ট্রাইক রেটে সাকিব নিজের ইনিংসটি সাজান ৮ চার ও ৪ ছয়ে।

বরিশালের পক্ষে ১৯তম ওভারে পরপর দুই বলে জোড়া উইকেট তুলে নেন তানভীর ইসলাম। ফেরান ইফতেখার আহমেদ ও মাহমুদউল্লাহকে। চার ওভারে ৩৩ রানে ৪ উইকেট তুলে কুমিল্লার সেরা বোলার তিনিই। একটি করে উইকেট পান খুশদীল শাহ ও নাইম হাসান।

সংক্ষিপ্ত স্কোর :

বরিশাল : ২০ ওভারে ১৭৭/৬। (মিরাজ ৬, বিজয় ২০, ডি সিলভা ২১, ইব্রাহিম ২৭, সাকিব,  ইফতেখার ৫, মাহমুদউল্লাহ ০, করিম ১০* ; তানভীর ৪-০-৩৩-৪, হাসান ৪-০-৩৮-০, নাইম ৩-০-৩৫-১, খুশদীল ৪-০-৩১-১, মুস্তাফিজ ১-০-৩-০, মোসাদ্দেক ৪-০-৩৫-০)।

Leave A Reply

Your email address will not be published.