সাপাহারে ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি বন্ধের জন্য অভিযোগ

0 ৯৮

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার “ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি” বাতিলের জন্য অভিযোগ উঠেছে। সমিতির রেজিষ্ট্রেশন বাতিলের জন্য জেলা সমবায় অফিস বরাবর অভিযোগ দায়ের করেছেন সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার ” ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি”র সদস্যরা সরকারী কর্মকর্তা কর্মচারীদের ভুল বুঝিয়ে ২০১০ সালে উক্ত নামে রেজিষ্ট্রেশন করেন। যার রেজিষ্ট্রেশন নং-২৮৯। উক্ত সমিতির সভাপতি ধবলডাঙা গ্রামের কাউসার ও সাধারণ সম্পাদক একই গ্রামের মিজানুর রহমান।

অভিযোগে আরো বলা হয়, “ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতি” তে কোন মৎস্যজীবী নেই। নিয়ম অনুযায়ী সমিতি চালু করতে হলে মৎস্যজীবী কার্ড লাগে যা ওই সমিতির নেই। যার ফলে সমিতিটি ভুয়া ভাবে পরিচালিত হয়ে আসছে। সে সমিতির দ্বারা প্রশাসনকে ধোকা দিয়ে অবৈধ ভাবে খাস পুকুর ইজারা নেওয়া হচ্ছে।

ওই অভিযোগের অনুলিপি উপজেলা সমবায় অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়। ধবলডাঙা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সাপাহার উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসান বলেন ” ওই সমিতির রেজিষ্ট্রেশন করা হয়েছে জেলা থেকে। আমরা জেলাতে চিঠি পাঠাবো। যা ব্যবস্থা নেওয়ার জেলা সমবায় অফিস নিবে।”

Leave A Reply

Your email address will not be published.