সাপাহারে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে উধাও দুই যুবক

২১৮

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ভাড়ায় চালিত দু’টি ডিসকভার মোটরসাইকেল নিয়ে উধাও রমজান (১৭) ও টুটুল (১৯) নামে দুই যুবক। এবিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত রমজান উপজেলার হাপানিয়া আন্ধারদিঘী গ্রামের আঃ আলিম ও টুটুল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অভিযোগে জানা যায়, গত বৃহষ্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় অভিযুক্ত রমজান উপজেলার দিঘীরহাট ভাড়ায় চলিত মোটরসাইকেল স্ট্যান্ড হতে উপজেলার চহেড়া গ্রামের আসিরুলের লাল-কালো রঙ্গের ডিসকভার মোটর সাইকেল ভাড়া নেয়।অপরদিকে টুটুল স্থানীয় ভাড়া মোটরসাইকেল চালক আকতারুলের মোটরসাইকেল তিন ঘন্টার জন্য ভাড়া নেয়।

পরে নির্ধারিত সময়ের মধ্যে মোটর সাইকেল ফেরৎ না দিলে মোটরসাইকেল মালিকদ্বয় বার বার ফোন দিলে তাদের ফোন বন্ধ থাকে। নিরুপায় হয়ে তারা ওই দুই যুবকের পরিবারকে জানায়। কিন্তু তাদের পরিবার বলেন, সেদিন থেকেই তারা নিখোঁজ। খোঁজ খবরের চেষ্টা চলছে। পরে মোটরসাইকেল মালিক আসিরুল হক বাদী হয়ে ওই দুই প্রতারকের নামে থানায় অভিযোগ করেন।

এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে বলে জানান।

Comments are closed.