সাফল্যের আশা, তবে নির্ভার নন তামিম

১৭৫

আজই শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ। বিকেল ৫টায় টি-টোয়েন্টি দিয়ে লড়াইয়ে নামবে লাল-সবুজের দল। এই দলে নেই সিনিয়র ক্রিকেটাররা। অবশ্য ওয়ানডে সিরিজের দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিন সিনিয়র ক্রিকেটার। তাদের সঙ্গে গেছেন তাইজুল ইসলাম।

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের তামিম বলেন, ‘অবশ্যই আমরা জিম্বাবুয়ের চেয়ে ভালো দল। কিন্তু তাদের দেশে গিয়ে তাদের হারিয়ে দেওয়া সহজ নয়। পাকিস্তানের মতো দলও তাদের দেশে গিয়ে হেরেছে। আমাদের নির্ভার হওয়ার কোনো সুযোগ নেই। ভালো খেললে জেতা সম্ভব হবে।’

বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, ‘যাদের সামর্থ্য আছে, তারাই সুযোগ পাবে। সেরা একাদশই আমরা বেছে নেব। যে দলে জায়গা পাওয়ার যোগ্য, সে অবশ্যই খেলবে।’

এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আজ প্রথম, কাল দ্বিতীয় টি-টোয়েন্টি হবে। ২ আগস্ট হারারেতে হবে শেষ টি-টোয়েন্টি।

এরপর ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।

কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। এর পর ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে। সেখানে কেমন করে সেটাই এখন দেখার।

Comments are closed.