সিপিএলে খেলতে গেলেন সাকিব

৯৪
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আর কদিন বাদে টি-টোয়িন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুদিন বাদে দুবাই যাবেন খেলোয়াড়রা। এরই মধ্যে নতুন খবর, ক্যারিবীয় সুপার লিগে (সিপিএল)  খেলতে গেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন।

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানায় খেলবেন সাকিব। জাতীয় দলের খেলা থাকার কারণে সিপিএল ছাড়ছেন তাবরাইজ।

এর আগেও সিপিএলে খেলেছেন, ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলে শিরোপা জিতেছেন সাকিব। তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন তিনি।

সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক সাকিব। ২০১৩ সালে ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনে ৬ রানে ৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।

Comments are closed.