সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

0 ৫৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে উফশী বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে  প্রান্তিক কৃষকদের বীজ ও সার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি  উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ইউএনও  মোঃ মনোয়ার হোসেন।

জানা গেছে,সদর উপজেলার ৫৬০০ জন কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে উফশী বোরো  ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ৫ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।

উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নূর,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত,অতিরিক্ত কৃষি অফিসার
শর্মিষ্ঠা সেন গুপ্তা,সহকারী কৃষি সম্প্রসারণ খন্দকার শফিকুর রহমান সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.