সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

0 ৭৬

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার(২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা।

উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় সুজানগর উপজেলার মধ্যে কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর উপজেলার মধ্যে স্কুল পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলার মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন ও কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সুজানগর মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক জাহিদুল হাসান রোজ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। পরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক মুভমেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.