হিরো থেকে জিরো, নয় কোটি থেকে ৯০ লাখে ভারতীয় তারকা!

১৮৯
ভারতীয় তারকা কৃষ্ণাপ্পা গৌতম। ছবি : সংগৃহীত

৫০ লাখ রুপি বেস প্রাইসের কৃষ্ণাপ্পা গৌতমের জন্য দর হাঁকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। পরে দিল্লি ক্যাপিটালসও তাতে যোগ দেয়। তাও ৯০ লাখের বেশি দাম পেলেন না বেঙ্গালুরুর এই তারকা। একেবারে হিরো থেকে জিরো হয়ে গেলেন কৃষ্ণাপ্পা গৌতম।

ক্রিকবাজের খবরে জানা গেছে, এ বছর আইপিএলের নিলামে গৌতম যেন একেবারেই মাটিতে নেমে এলেন। গত বছর গৌতমের বেস প্রাইস ছিল ২০ লাখ রুপি। সেখান থেকে সোয়া নয় কোটির রুপি পেয়েছিলেন তিনি।

গত বছর আইপিএলের মিনি নিলামে দলে নেওয়ার জন্য প্রথমে কলকাতা নাইট রাইডার্স দর হাঁকায়। পরে লড়াইয়ে ৯ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয় চেন্নাই সুপার কিংস।

গত বছর আইপিএলের নিলামে রেকর্ড গড়েছিলেন গৌতম। তাঁকেই এবার কি না মাত্র ৯০ লাখে কিনল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

এবার আইপিএলে নিলামে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কেউ যেমন অপ্রত্যাশিত দাম পেয়েছেন। কেউ আবার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি। অনেক তারকা আবার অবিক্রীত থেকে গেছেন। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশি তারকা সাকিব আল হাসানও অবিক্রীত থেকেছেন প্রথম দিনের নিলামে। আরেক তারকা মুস্তাফিজুর রহমানকে বেস প্রাইস দুই কোটি রুপিতে কিনেছে দিল্লি।

এবার আইপিলের নিলামে দশটি দল অংশ নেওয়ার কারণে উত্তেজনা তুঙ্গে। এখন কোন ফ্র্যাঞ্চাইজি কেমন দল তৈরি করে সেটাই দেখার।

Comments are closed.