১১ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল, ঘোষণা কাল

0 ৩২০

স্পোর্টস ডেস্ক: নতুন পদ্ধতিতে হবে এবারের বিপিএল। বঙ্গবন্ধুর নামে বিপিএলে থাকছে না ফ্রাঞ্চাইজি সিস্টেম। পুরো বিপিএল আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব পুরনো খবর। নতুন খবর হল ৬ ডিসেম্বর বিপিএল শুরু কথা থাকলেও সময়মতো হচ্ছে না। ৫ দিন পিছিয়ে আয়োজন হবে ১১ ডিসেম্বর।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি গোপর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিপিএলের দল ব্যবস্থাপনা করবে বিসিবি। সে জন্য ৭ টি স্পন্সর দরকার। বিসিবি থেকে একজন করে পরিচালককে প্রধান হিসেবে নিয়োগ দেয়া হবে। এখনও প্লেয়ার্স ড্রাফটই অনুষ্ঠিত হয়নি। ঠিকভাবে স্পন্সর পার্টনারও ঠিক হয়নি। এমনকি ৭ দলের প্রধান পরিচালকদেরও নিয়োগ সম্পন্ন হয়নি।

প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দলের কোচিং স্টাফ থেকে শুরু করে অনেক কিছুই বাকী আছে। এসব কারণে নির্ধারিত সময়ে না হয়ে ১১ ডিসেম্বর শুরু হবে।

ওই গোপর সূত্রটি জানায়, ৬ তারিখ আমরা বিপিএলের তারিখ নির্ধারণ করেছিলাম। যার উদ্ধোধন হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর। কিন্ত নতুন তারিখ েঅনুসারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক করা না হলেও অন্তত এর আরও ৩দিন পর তারিখ নির্ধারিত হতে পারে। অর্থ্যাৎ, ১১-১২ তারিখের আগে বিপিএল শুরুর সম্ভাবনা নেই আর।

Leave A Reply

Your email address will not be published.