১৪ হাজারের বেশি রুশ সেনা হত্যা করা হয়েছে : ইউক্রেন

১৭৫
ইউক্রেনে এবারের আগ্রাসনকালে ১৪ হাজারের বেশি রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

১৪ হাজারের বেশি রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়।

রাশিয়ার তিন সপ্তাহের ইউক্রেন আগ্রাসনে ১৪ হাজার ৪০০ জনের মতো সেনাকে হত্যা করার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ইউক্রেন সরকারের কর্মকর্তারা।

এ ছাড়াও মস্কো এই যুদ্ধে এক হাজার ৪৭০টির মতো সেনাবাহী গাড়ি, ৬০টি ট্যাংক এবং শতাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সরঞ্জাম হারিয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

বিবিসি অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা এসব তথ্য যাচাই করতে পারেনি।

তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এ পর্যন্ত রাশিয়ার সাত হাজারের মতো সেনা নিহত এবং ১৪ হাজার থেকে ২১ হাজার সেনা আহত হয়েছেন। এর আগে রাশিয়ার সামরিক বাহিনীর পঞ্চম জেনারেলকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইউক্রেন।

এবারের রুশ আগ্রাসনে নিহতদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা বলে মনে করা হচ্ছে।

Comments are closed.