২৬ ও ১৪ কোটি, অক্ষয়ের সঙ্গে পেরে উঠছেন না অজয়!

৯৫
সিনেমার দৃশ্যে অক্ষয় কুমার ও অজয় দেবগন। ছবি : সংগৃহীত

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘রাম সেতু’ আর অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’ মুক্তি পেয়েছে ২৫ অক্টোবর। বক্স অফিসের নিরিখে ‘রাম সেতু’ সফল। পিছিয়ে ‘থ্যাঙ্ক গড’।

এ বছর তেমন ভালো যায়নি অক্ষয়ের। একের পর এক ফ্লপ হয়েছে তাঁর সিনেমা। তবে সে খরা কেটেছে ‘রাম সেতু’ দিয়ে। প্রথম দিনে ১৫ কোটি রুপি ব্যবসা করেছে। দ্বিতীয় দিনেও ভালো করেছে।

বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির প্রথম দিন ‘রাম সেতু’ ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ১৫.২৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে গতকাল সংগ্রহ করেছে ১১.৪০ কোটি রুপি। দুদিনে এ সিনেমার সংগ্রহ ২৬.৬৫ কোটি রুপি।

অন্যদিকে, অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ মুক্তির প্রথম দিন সংগ্রহ করেছে ৮.১০ কোটি রুপি। দ্বিতীয় দিনে গতকাল সংগ্রহ কমেছে, ৬ কোটি রুপি। দুদিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ১৪.১০ কোটি রুপি।

অভিষেক শর্মা পরিচালিত ‘রাম সেতু’ সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা।

অন্যদিকে, ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় অজয়-সিদ্ধার্থ ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, কিকু সারদা প্রমুখ।

Comments are closed.