রাজিবুল ইসলাম বাবু, বাগাতিপাড়া-নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ ভাবে আখ মাড়াইয়ের অভিযোগে দুই কর্মচারীসহ তিনজনকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এর আদালত এসব দন্ড দেন। এসময় সেখান একটি পাওয়ার ক্রাশার জব্দ করে সুগার মিল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাঁওপাড়া গ্রামে অবৈধভাবে আখ মাড়াইয়ের খবর পেয়ে এক অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কর্মচারী একই গ্রামের আফসার আলীর ছেলে শাহিন (৪০), মৃত আজের প্রামানিকের ছেলে ফজলুর রহমান (২৪)কে আটক করে এক হাজার টাকা করে অর্থদন্ড দেন আদালত। অন্যদিকে একইস্থান থেকে আটককৃত ওই গ্রামের মৃত ইদন সরদার এর ছেলে আফছার আলী (৬০)কে মাদকসেবনের অভিযোগে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও গুড় ও গুড় তৈরির চুলাসহ বিভিন্ন উপকরন ও দ্রব্যাদী ধ্বংশ করা হয়।