রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২ জন জামায়াত কর্মীসহ ৬৫ জনকে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ ইফতে খায়ের আলম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা ২২ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ১০ জন, ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জন মাদক ব্যবসায়ী, ৩ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ৩৫ গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ মোঃ মিন্টু (৫০) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ রুবেল (২২) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে ও মোঃ আবু ডালিম (৪০) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ মোঃ উজ্জল আহমেদকে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে ও মোঃ হাকিম আলী (৩০) ১৪ পিচ ইয়াবাসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ ফারুক হোসেন বাবু (৪২) কে ২০০ গ্রাম গাজাসহ আটক করে, (২) পারভীন, রমজান শেখ (২১) দ্বয়কে ১৫ পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ মোঃ নুরুল হুদা (৫১) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। এছাড়া বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ সোহাগ আলী রানা (২৫) কে ১টি বড় হাসুয়া, চাকু ও মোবাইল, পিয়ার আলী পিয়ার (২৮) কে ১টি বড় হাসুয়াসহ আটক করে। উল্লেখ্য, এরা ২ জন চিহ্নিত ছিনতাইকারী। এছাড়া রাজপাড়া থানা পুলিশ আঃ সাত্তার (৪০), কামরুজ্জামান সোহেল নামক জামায়াত কর্মীদ্বয়কে এবং মতিহার থানা পুলিশ মোঃ পিয়ারুল (৪০) নামক জামায়াত কর্মীকে আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।