মেক্সিকোয় বন্দুকধারীদের গুলি, নিহত ১১

0 ৩৭০

মেক্সিকোর হালিস্কো রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। পিক আপ ট্রাকে করে এসে চালানো শনিবারের এ হামলায় আরও দুইজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে রাজ্যটির সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে বলা হয়েছে, রাজ্যের প্রধান শহর গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে গুলির জখমসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এছাড়া বাড়ির ভিতরে আরেকজন পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।

প্রশান্ত মহাসাগর তীরবর্তী এই হালিস্কো রাজ্য মেক্সিকোর মাদক সংক্রান্ত যুদ্ধের কেন্দ্রস্থল। দেশটির শক্তিশালী মাদক অপরাধী চক্র হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) উৎপত্তি এই রাজ্যটিতেই।

ডিসেম্বরে রাজ্যটির সাবেক গভর্নর আরিস্তোতেলেস সানদোভালকে এখানকার সৈকত শহর পুয়ের্তো ভাইয়ার্তার একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.