শর্তসাপেক্ষে ‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়ালের অনুমতি

0 ৩৬৬

বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর শর্তসাপেক্ষে হিউম্যান ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আজ বুধবার দুপুরে বিএমআরসি থেকে এ অনুমোদন দেওয়া হয়।

 

এ বিষয়ে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, বঙ্গভ্যাক্স টিকা ব্যবহারের সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল-ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।

 

গত বছরের ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গ্লোব।

 

Leave A Reply

Your email address will not be published.