পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

৩১২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্বশূন্য দল। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় এসেছিল, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। আগামীকাল শেখ হাসিনাকে পদ্মা সেতুর সবশেষ তথ্য পাঠানো হবে। উনি সময় দিলে সেতুর উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতির অভিযোগ দিয়ে সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল বিশ্বব্যাংক। তারা চলে গেলেও আমরা আমাদের টাকা দিয়ে পদ্মা সেতু করেছি। জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।’

আলোচনা সভায় বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

Comments are closed.