ওয়ানডেকে ‘বিরক্তিকর’ ফরম্যাট বললেন মঈন আলী

১৬২
ইংলিশ ক্রিকেটার মঈন আলী। ছবি : সংগৃহীত

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরই ৫০ ওভারের ফরম্যাট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেক খেলোয়াড় ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। ইংল্যান্ড তারকা মঈন আলী ওয়ানডেকে ‘দীর্ঘ, বিরক্তিকর ফরম্যাট’ বলে মনে করছেন।

ইএসপিএনক্রিকইনফোকে মঈন আলী বলেন, ‘আমি ৫০ ওভারের ক্রিকেট খেলতে ভয় পাচ্ছি, কারণ এটি প্রায় দীর্ঘ, বিরক্তিকর ফরম্যাটের মতো।’

এই ইংলিশ ক্রিকেটার আরও বলেন, ‘তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটাই সবচেয়ে সুন্দর। তবে আমার মনে হয়, এখন যত খেলোয়াড়রা অবসর নিচ্ছে… টানা ক্রিকেটের কারণে এই দৃশ্য সামনেও আরও দেখা যাবে। আমার মনে হচ্ছে এখানে কোনো ভারসাম্য নেই। কিছু একটা করা উচিৎ, কারণ আমার ভয় হচ্ছে— কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে।’

‘ওয়ানডে এখনই একঘেয়ে মনে হচ্ছে। টি-টোয়েন্টি ও টেস্ট— দুটোই দারুণ। ওয়ানডে ক্রিকেট এর মাঝখানে পড়ে গেছে, যেটা এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে না।’

Comments are closed.