বগুড়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে চলছে কর্মযজ্ঞ

0 ১০১

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার বেশ কয়েকটি সড়ক উন্নয়নের কাজ চলছে পুরোদমে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।

শেষ হওয়া উন্নয়নকাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো- ২৪০ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে সাড়িয়াকান্দি কুতুবপুর মাঝিপাড়া ঘাটে বাঙালি নদীর উপর নির্মিত ২৯৮ মিটার দীর্ঘ একটি সংযোগ সেতুসহ বগুড়া শহর থেকে সাড়িয়াকান্দি পর্যন্ত সাড়ে ২২ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন, ৭৪৬ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে বগুড়া-নাটোর জাতীয় মহাসড়কের ৬৩ কিলোমিটার উন্নয়ন ও করতোয়া নদীর উপর ২২ কোটি টাকা ব্যয়ে ফতেহ আলী ব্রীজ পুন:নির্মাণ।

জানা যায়, বর্তমানে চলমান রয়েছে বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ। এর মধ্যে ১৮৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নন্দীগ্রাম-তানোর-দুপচাঁচিয়া-আক্কেলপুর মহাসড়কের ৬৪.২৮ কিলোমিটার উন্নয়নকাজ, ১০৫ কোটি টাকা ব্যয়ে বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত ১.৮৫ কি.মি সড়কের উন্নয়ন পুরোদমে চলছে বলে জানা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বগুড়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়নের কারণে যাতায়াত সহজতর হওয়ায় তারা আনন্দিত। বাকী রাস্তার উন্নয়নকাজ দ্রুততম সময়ে শেষ হবে বলে তারা আশা প্রকাশ করে

Leave A Reply

Your email address will not be published.