এশিয়ার সেরা হওয়ার দৌড়ে এগিয়ে বাংলাদেশের জিকো!

স্পোর্টস ডেস্ক : ফলাফল জানা যাবে দুই দিন পর। ২০ মার্চ শেষ হবে দর্শকদের ভোট দেয়া। তারপরই জানাযাবে কে হচ্ছেন এশিয়ার সপ্তাহসেরা পারফরমার। যে ৫ ফুটবলারকে বাছাই করে ভোটের লড়াইয়ে দিয়েছে এশিয়ান ফুটবলার কনফেডারেশন (এএফসি), তার মধ্যে দুইজনই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের। একজন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, অন্যজন আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোস।ব্রেকিংনিউজ

বসুন্ধরা কিংসের দুই ফুটবলার এ তালিকায় এসেছেন গত ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে। ৫-১ গোলের জয়ে বার্কোস একাই করেছেন চারটি। জিকো সেভ করেছেন তিনটি পেনাল্টি শট।

ভোট চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮০৪ টি ভোট পড়েছে। যার মধ্যে চুয়াত্তর শতাংশ ভোটই পেয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক জিকো। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকা জিকোর জয়ের সম্ভাবনই বেশি।

জিকোর পেছনে আছে আর্জেন্টাইন বার্কোস। তবে ব্যবধান অনেক। বার্কোস এ পর্যন্ত পেয়েছেন ১৫ শতাংশ ভোট। অন্য তিন জনের মধ্যে ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে ফিলিপাইনেন মারানান, ১ শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে ইয়াঙ্গুন ইউনাইটেডের মং মং লুইন এবং কোনো ভোট না পেয়ে সবার পেছনে আছেন তাজিকিস্তানের ক্লাবের মানুচেষর দালিলভ।

 

Comments (০)
Add Comment