নতুন বছরের শুরুটা ভাল হল না উইলিয়ামস বোনেদের

খেলাধুলা ডেস্ক : নতুন বছরের শুরুটা ভাল হল না উইলিয়ামস বোনেদের৷ চোট কাটিয়ে ফেরা সেরেনা উইলিয়ামসের শুরুটা আশানুরূপ হল না। নিউজিল্যান্ডে এএসবি ক্লাসিকের দ্বিতীয় রাউন্ডে স্বদেশী ম্যাডিসন ব্রেঙ্গলের কাছে হেরে বিদায় নিয়েছেন মেয়েদের ক্রমতালিকায় দু’নম্বর খেলোয়াড়। বিশ্বের ৭২ নম্বর ম্যাডিসনের কাছে ৬-৪, ৬-৭ ও ৬-৪ সেটে হারেন সেরেনা।

চোট কাটিয়ে চারমাস পর কোর্টে ফিরে প্রথম রাউন্ডে জিতেছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। কিন্তু নিজের ‘বিবর্ণ’ পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না তিনি। উইলিয়ামস বোনদের জন্য বুধবার ছিল হতাশাজনক দিন। বড় বোন ভেনাস এদিন হাতের চোটের কারণে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

সাতটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ভেনাস প্রথম রাউন্ডে ওয়াইল্ডকার্ড পেয়ে খেলতে আসা  নিউজিল্যান্ডের জেড লুইসকে সরাসরি ৭-৬ (৭-২) ও ৬-২ গেমে হারিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হওয়ার কথা ছিল ৩৬ বছর বয়সী ভেনাসের।

Comments (০)
Add Comment